কম বয়সে বিশ্বকাপের আসরে ১০ গোলের রেকর্ড এমবাপ্পের
ডিসেম্বর ১৮ ২০২২, ২৩:৪৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সবচাইতে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফুটবলের আসরে ১০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন ফ্রান্সের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড এমবাপ্পে।
এর আগে এই রেকর্ডটি ছিলো গের্ড মুলারের। ২৪ বছর ২৬৬ দিনে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন জার্মানের মুলার। আর ২৩ বছর ৩৬৩ দিনে রেকর্ডটি নিজের করে নিলেন কিলিয়েন এমবাপ্পে।
জার্ড মুলারের আরেক নাম ছিলো ‘ডার বোম্বার’ বা বোমারু। ১৯৭০ বিশ্বকাপে এক আসরে ৬ ম্যাচে ১০ গোল করে তাঁর এই নামকরণ। গোল করার অনন্য ক্ষমতার কারণে ফুটবল ইতিহাসেই তাঁর আছে ভিন্ন জায়গা। তিনি ৪০ বছর এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটিকে নিজের করে রেখেছিলেন।
তাঁর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অক্ষত ছিল ৩২ বছর। ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসি টপকে যান এক মৌসুমে তাঁর করা ৬৭ গোলের রেকর্ডটি। বিশ্বকাপের রেকর্ডটি ভাঙেন রোনালদো, ২০০৬ সালে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতার তালিকায়ও একাদশ স্থানে আছেন এই জার্মান কিংবদন্তি। ম্যাচপ্রতি গোলে মুলারের চেয়ে ভালো ‘স্ট্রাইক রেট’ আছে মাত্র দুজন খেলোয়াড়ের।
১৯৭০ বিশ্বকাপ জার্মান না জিতলেও সেবার সেমিফাইনাল পর্যন্ত জার্মানের হয়ে খেলে গোল্ডেন বুট পুরস্কার পান মুলার।
এবার তার আরেকটি রেকর্ড প্রায় ৫২ বছর পর অতিক্রম করলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
আ/ মাহাদী









































