ফাইনালের আগেই শেষ মেসির সব জার্সি

ডিসেম্বর ১৭ ২০২২, ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কাতারে চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাডিডাসের। তাদের সকল বিক্রয়কেন্দ্রগুলোতে মেসির সব জার্সি বিক্রি শেষ।

মেসির জার্সি না পাওয়া যাওয়ার ঝক্কি পোহাতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে (এএফএ)। প্রতিদিনই এ নিয়ে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের তো এ নিয়ে কিছু করার নেই। যদিও আরও বেশি বিক্রি হওয়ায় আমাদের আগ্রহের কমতি নেই। কিন্তু এটা অ্যাডিডাসের ব্যাপার।

কোনো কোনো দেশে জার্সি আমদানির ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়। এছাড়া লোকবলের অভাব আছে।’

রোববার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা জয়ের খরা কাটাতে চায় আর্জেন্টিনা। যদি তাই হয় তাহলে মেসির জার্সির চাহিদা বিশ্বে আরও বেড়ে যাবে।

এ ব্যাপারে অ্যাডিডাস জানায়, অল্প সময়ের মধ্যে উৎপাদন বাড়ানো তাদের পক্ষে অসম্ভব। তবে ফাইনালের আগে পর্যাপ্ত জার্সি সরবারহ নিশ্চিত করতে চায় জার্মানির প্রতিষ্ঠানটি। এ জন্য তাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও