বাংলাদেশে আসছেন মেসি!
ডিসেম্বর ১৭ ২০২২, ০১:৪০
নিজস্ব প্রতিবেlদক, বরিশাল: বাংলাদেশের ফুটবল ভক্তদের আর্জেন্টিনার ফুটবল নিয়ে মাতামাতির খবরটা জানা হয়ে গেছে গোটা বিশ্বের।
লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনার শেষ নেই। লাখো বাংলাদেশি ভক্ত অপেক্ষায় ১৮ ডিসেম্বর তাদের প্রিয় ফুটবলারের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। তার আগে নতুন এক খবর- ফের বাংলাদেশে আসতে পারেন ফুটবল জাদুকর মেসি!
অবশ্য এর আগেও তিনি এসেছেন এই দেশে। সেটি সোনার অক্ষরে লেখা এক দিন, ৬ সেপ্টেম্বর ২০১১। যেদিন আর্জেন্টিনা দলের সঙ্গে মেসিও পা রাখেন ঢাকায়। নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।
বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতোয়ারা করে দিয়েছিলেন তিনি। আরও একবার এই ফুটবল জাদুকরের ঢাকা আসার সম্ভাবনার খবর জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।
দেশটির সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা নিয়েছেন নতুন এই উদ্যোগ।
মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে রাষ্ট্রদূতের পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে, ভেনেজুয়েলা, বলিভিয়া, প্যারাগুয়ে ও চিলিতেও কূটনৈতিক দূতের দায়িত্ব পালন করে আসছেন।আর্জেন্টিনার জাতীয় সংবাদ সংস্থা ‘তেলাম’কে তিনি বলেন, ‘দেখুন, আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই।’
ক্লারিনকে সাদিয়া ফয়জুন্নেসা বলেছেন, ‘আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি খুব জনপ্রিয়। আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। তাই আমাদের দেশে তাকে পাওয়া হবে বড় সম্মানের ব্যাপার।’
বাংলাদেশে কীভাবে আর্জেন্টিনা দল এতো জনপ্রিয় সেটিও তুলে ধরেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। বলেন, ‘দেখুন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন থাকায় বাংলাদেশে ফুটবল সব সময়ই জনপ্রিয় ছিল।
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বেশি আগ্রহ বাড়ে। আর কিংবদন্তিতে পরিণত হন ডিয়েগো ম্যারাডোনা।
বাংলাদেশের অনেক মানুষ তখন বিশ্বকাপ দেখেছে। বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনার খেলা দেখেন। ছোটবেলায় আমরা ঘরে বসে খেলা দেখেছি। রাত তিনটায় লোকজন একত্র হয়ে খেলা দেখেন।’
অতীত ধারাবাহিকতায় এখনও আর্জেন্টিনার ভক্তের কমতি নেই এই দেশে। এবার কাতার বিশ্বকাপেও মেসিদের সমর্থন আর আর্জেন্টিনার জয় উদযাপন চলছে চারপাশে।
যে খবর উঠে এসেছে ফিফা থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমেও। আবার আর্জেন্টিনাতেও বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে একটি পেজ খোলা হয়েছে।
এই বন্ধন ও বন্ধুত্বের পথ ধরে কুটনৈতিক অঙ্গণেও সাড়া পড়েছে। এরইমধ্যে বাংলাদেশে আগামী বছর দূতাবাস খোলার ইচ্ছা প্রকাশ করেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়। যেটি বন্ধ আছে ১৯৭৮ সাল থেকে।
আ/ মাহাদী









































