জামায়াতের আমির শফিকুরের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা

ডিসেম্বর ১৪ ২০২২, ১৬:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাত দিনের রিমান্ডে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরোয়ানা জারির এ আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার নাশকতার এ মামলায় আজ সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল।  এদিন রিমান্ডে থাকা শফিকুরসহ অন্য আসামিরা সময়ের আবেদন করেন।

বিচারক সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মো. শফিকুর রহমান নামে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে, ১২ ডিসেম্বর দিনগত রাতে শফিকুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মো. শফিকুর রহমানকে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখায়৷

সেই মামলায় একই দিনে শফিকুরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি আদালত। এ মামলায় শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও