মেসির সঙ্গে কার ‘ঝগড়া’ হলো!

ডিসেম্বর ১০ ২০২২, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: শুক্রবার দিনগত রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসিদের আর্জেন্টিনা।

এদিন ৩৫ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে গোল নিশ্চিত করেন মলিনা। ম্যাচের ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে মেসি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। বিশ্বকাপে এটা মেসির ১০ম গোল।

খেলার ৮৩ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান কিছুটা কমান ডাচ তারকা ওয়াউট উইঘোর্স্ট। খেলা শেষ হতে তখন মাত্র ১মিনিট বাকি ছিল। ১ মিনিট কাটিয়ে দিতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো আর্জেন্টিনার।

কিন্তু শেষ মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় নেদারল্যান্ডস। দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে গোল করে ডাচদের ঐতিহাসিকভাবে (২-২) গোলে সমতায় ফেরান উইঘোর্স্ট।

নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে আর কোনো গোল না হওয়া খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
পেনাল্টি শুটআউটের পর নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল ও তার সহকারী কোচ এডগার ডেভিডসের সঙ্গে উচ্চা বাক্য বিনিময় হয় মেসির।

মেসি হাত দিয় স্পষ্টভাবে ডেভিডসকে একটি অঙ্গভঙ্গি করেন। মেসি সম্ভবত বলছেন যে, তারা যেন আগের মতো কথা না বলে, কারণ এখন তারা বিশ্বকাপ থেকে বাদ পড়া দল।

আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সূত্র: মার্কা

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও