নয় বস্তা গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৩:২০

মাদারীপুরে বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারিকে ২০০ (৯ বস্তা) কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে একটি মাদক কারবারি চক্র সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে ৯টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম পুলিশ সুপার কার্যালয় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও