অধ্যক্ষ মোস্তফা কামাল

‘জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকদের অধিকার ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হবে‘

সেপ্টেম্বর ১২ ২০২৫, ১৮:১৮

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, “বাংলাদেশের জনগণ বিশ্বাস করে— দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জামায়াতে ইসলামী’র হাতে নিরাপদ। জনগণ দেখেছে, জামায়াতে ইসলামী’র দুইজন মন্ত্রী কতটা স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি প্রান্তে জামায়াতের নেতাকর্মীরা মানবিক কর্ম, আন্তরিকতা, ভদ্রতা ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে মানুষের কাছ থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। তবে ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে প্রকৃত ধারণা পেয়েছে। সব দলের শাসন তারা দেখেছে, এখন দেশের শাসনভার জামায়াতের হাতে দেওয়ার জন্য জনগণ মুখিয়ে আছে।”

শুক্রবার বিকেল ৪টায় আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমিনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের প্রাপ্য অধিকার ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে, ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাই।”

সমাবেশে ইউনিয়ন জামায়াত সভাপতি প্রভাষক বাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী (আপিল বিভাগ) অ্যাডভোকেট পারভেজ হোসেন এবং শিক্ষানবিশ আইনজীবী আবু জাফর।

সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ভিন্ন ভিন্ন প্যান্ডেলে অনুষ্ঠিত এ সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও