অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

সেপ্টেম্বর ০৭ ২০২৫, ২১:৪৭

অনলাইন ডেস্ক ‍॥ দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে হচ্ছে তাদের।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে কেবল দাবি-দাওয়ার আন্দোলন দেখতে হচ্ছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ৬১৫টি বিক্ষোভ কর্মসূচি হয়েছে, যার মধ্যে ৬০০টির বেশি ছিল শিক্ষা খাতসংশ্লিষ্ট।

তবে সরকার সব তরফের সঙ্গে কথা বলে আইনশঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সর্বশেষ নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর ঘটনায় ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যখনই যে ঘটনা ঘটছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি।

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বদলিকৃতদের পূর্বের জায়গায় ফেরানোর নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বরখাস্তদেরও পূর্বের পদে ফেরানোর জন্য বলা হয়েছে। তাই কর্মবিরতির কোনো প্রয়োজন দেখছে না অন্তর্বর্তী সরকার। তবে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা আরও জোরদারেরও আহ্বান জানান তিনি।

রাজবাড়ীর ঘটনায় তিনি বলেন, রাজবাড়ীর ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে যাদের দুজন স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। লাশ উত্তোলন করেছে যে ব্যক্তি, তার নাম কাজী অপু, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও