ব‌রিশালে ২৪ ঘণ্টায় ১৭০ মি‌লি‌মিটার বৃ‌ষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

আগস্ট ০২ ২০২৪, ১৪:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার থেকে বরিশালে কখনো মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরের সিংহভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছে নগরবাসী। বটতলা এলাকার বা‌সিন্দা জ‌হিরুল ইসলাম শুক্রবার ব‌লেন, এ এলাকার দু‌র্ভোগ কোনো দিনও শেষ হ‌বে না। বৃ‌ষ্টি হলেই হাঁটু বা কোমর সমান পা‌নি থা‌কে। আরও গভীর ড্রেন নির্মাণ করা না হ‌লে এমন দু‌র্ভোগ আজীবন পোহা‌তে হ‌বে।

পলাশপু‌রের বা‌সিন্দা আনিসুর রহমান ব‌লেন, টানা এত বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে যে, ঘ‌রের সাম‌নেও পা‌নি জ‌মে গে‌ছে। ঘর থে‌কে বেরই হওয়া যা‌চ্ছে না। ব‌রিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম না‌সির উদ্দিন জানান, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব‌রিশা‌লে ১৭০ দশ‌মিক ৫ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ ছাড়া সমুদ্রবন্দ‌রে ৩ নম্বর ও নদীবন্দ‌রে ১ নম্বর সং‌কেত তোলা হয়েছে। আগামী দুইদিন এমন টানা বৃষ্টি হতে পারে বলেও জানান তি‌নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও