আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ৩ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত

জুন ০৪ ২০২৪, ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফায়জুর রহমান তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দুই দফায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েও সাড়া না পেয়ে বেতনভাতা বন্ধ রেখেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফায়জুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। গত ২৯ ফেব্রুয়ারি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদান করার পরই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটিতে চলে যান। গত তিন মাসেও তিনি হাসপাতালে আসেননি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দুই দফায় শোকজ নোটিশ দিয়েছে। গত ১ জুন তাঁকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। তবু তাঁর সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় সিকদার বলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফায়জুর রহমানকে দুই দফায় শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। আরও নানা উপায়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর বেতনভাতা বন্ধ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও