বরিশালে দুই ছেলের পিটুনিতে হাসপাতালে ভর্তি বৃদ্ধ মা

নভেম্বর ১৩ ২০২২, ১৮:৩৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাবাকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ায় মাকেও বেধড়কভাবে পিটিয়েছে দুই ছেলে। এতে আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে বলে হারতা ইউপির চেয়ারম্যান অমল মল্লিক জানিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সন্তানের পিটুনিতে আহত মা স্বরস্বতী মণ্ডল (৬০) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের বিশেশ্বর মণ্ডলের স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে কল্যাণ কুমার নামে একজন বলেন, ওই দম্পতির তিন ছেলে। অমল, বিমল ও শ্যামল। তারা প্রায়ই তুচ্ছ অজুহাতে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। কেউ এর প্রতিবাদ করতে গেলে তাদের লাঞ্চিত করে। স্থানীয় ইউপি সদস্য তাদের এ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারেন না।

শনিবার সন্ধ্যায়ও তাদের মাকে বেধড়কভাবে জুতা দিয়ে পিটিয়ে ও টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায় দুই ছেলে। এতে বৃদ্ধ নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ইউপি চেয়ারম্যান অমল মল্লিক বলেন, দুই ছেলে অমল মণ্ডল (৪০) ও শ্যামল মণ্ডল (২৮) বাবাকে মারধর করে। এ ঘটনায় স্বামী-স্ত্রী শনিবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, অভিযোগের বিষয়ে দুই ছেলেকে নোটিশ করা হয়। কি কারণে তাদের মারধর করা হয় জানতে সেদিনই শুনানীর দিন ধার্য্য করা হয়। কিন্তু শুনানীর আগে সন্ধ্যায় দুই ছেলে মাকে পিটিয়েছে।

খবর পেয়ে সন্ধ্যার পর লোকজনের মাধ্যমে বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অমল মল্লিক বলেন, মাকে মারধর করায় দুই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জানার জন্য হারতা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য কৃষ্ণকান্ত বাড়ৈর কাছে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিন সুলতানা বলেন, “ছেলের মারধরে শারিরীকভাবে তেমন অসুস্থ না হলেও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বৃদ্ধা মা।

হাসপাতালে এসেছেন আশ্রয়ের জন্য। এখানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন। এখান থেকে তিনি যেতে চাচ্ছেন না। ” উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, “আমি এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানতে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও