পটুয়াখালী মডেল মসজিদে বঙ্গবন্ধুর জন্য দোয়া
মে ২১ ২০২৩, ১৪:২৪
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: পটুয়াখালীতে নবনির্মিত আধুনিক মডেল মসজিদ কমপ্লেক্সে প্রথম জুমা নামাজ আদায় করেছেন বিপুলসংখ্যক মুসল্লি।
জেলা আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত মডেল মসজিদ কমপ্লেক্সে শুক্রবার (১৯ মে) প্রথম জুমায় সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সব সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও তার সাফল্য কামনা করে দোয়া করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত খতিব মাওলানা তানবিরুল ইসলাম এ দোয়া করেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. শরীফুল ও ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপ-পরিচালক মো. মাহাবুব আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহম্মেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. তসলিম সিকদার ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী।









































