সুগন্ধার ভাঙ্গনে বিলীনের পথে রহমতপুর-মীরগঞ্জ সড়ক
মে ১৯ ২০২৩, ২০:৩৭
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আর উজান থেকে নেমে আসা পানি ও পূবাল হাওয়ার কারণে এতে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তি নির্মাঞ্চল ও চরাঞ্চল।
পানির প্রবল ঢেউয়ে অসময়ে দেখা দিয়েছে ভাঙ্গন। ভাঙ্গনের কবলে উপজেলার জনগুরুত্বপূর্ন রহমতপুর মীরগঞ্জ সড়কসহ পূর্ব ক্ষুদ্রকাঠী গ্রাম। অস্তিত্ব টিকিয়ে রাখতে গ্রামটির বাকি অংশটুকুও ভাঙনের কবলে। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ক্ষুদ্রকাঠী গ্রামবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর ভাঙন পূর্ব ক্ষুদ্রকাঠীর দিঘির পাড় (বটতলা) এলাকার ৩০ গজের মধ্যে এসে পরায় শতভাগ ঝুঁকির কবলে পরেছে রহমতপুর মীরগঞ্জ সড়কটি। সুগন্ধার মুল নদী থেকে ওই এলাকায় ভাঙন প্রায় ১ শত ফুট ভিতরে প্রবেশ করেছে।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ এই চার টি উপজেলার লক্ষাধিক মানুষ এই সড়কটি দিয়ে জেলা শহর বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছেন। শুধু তাই নয় বরিশাল বিমানবন্দরের রানওয়ে, ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরসহ গুরুত্বপূর্ন স্থাপনাও রয়েছে ঝুকির মধ্যে।
স্থানীয়রা বলছেন জোয়ারের পানি নেমে যাওয়ার সময় এসব গুরুত্বপূর্ন স্থাপনা বিলীন হয়ে যেতে পারে। তা ছারা রহমতপুর-মীরগঞ্জ সড়ক ভেঙ্গে গেলে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জের সাথে যাতায়াত বন্ধ হয়ে যাবে। ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আরাফাত হোসেন ফরিদ বলেন, ভাঙন রোধে অতি দ্রত কার্যকারি ব্যবস্থা না নিলে জনগুরুত্বপূর্ণ রহমতপুর মীরগঞ্জ সড়ক বিলীন হয়ে যাবে।
ভাঙন কবলিত আব্দুর রব হাওলাদার বলেন, সুগন্ধার ভাঙনে ইতিমধ্যে আমার বাড়ি তিনবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আবার ভাঙন বাড়ি ছুয়েছে। এইবার ভাঙলে আমার শেষ আশ্রয়স্থলটুকুও চলে যাবে। আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবেনা। রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
বহু পরিবার এতে নিঃস্ব হয়েছে, আর বর্তমান অবস্থান কারণেও অনেক পরিবার নিঃস্ব হওয়ার পথে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন বলেন, বরিশাল বিমানবন্দরের রানওয়ের সুগন্ধা নদী সংলগ্ন অংশের ভাঙন রোধে আধা কিলোমিটার এলাকা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। অতি শীগ্রই অনুমোদন পাবেন বলে তিনি আশা করছি। বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু বলেন, রহমতপুর মীরগঞ্জ সড়ক ও ক্ষুদ্রকাঠী গ্রাম রক্ষার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহাদয়ের সাথে কথা বলে ভাঙন রোধে অতি ন্দ্রত কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে।









































