সন্ধ্যা নদীতে বিলীন সাত বসতঘর

মে ১০ ২০২৩, ১৯:৫৬

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় সন্ধ্যা নদীতে অব্যহত ভাঙণে দুইদিনে সাতটি বসতঘর বিলীন হয়েছে।জানা যায়, গত সোমবার বিকালে নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামের লঞ্চঘাট এলাকায় ভাঙণ শুরু হয়, যা মঙ্গলবার (৯ মে) বিকাল পর্যন্ত অব্যহত থাকে।

সোমবার স্থানীয় মিজান নাতি, সেলিম মিয়া, রিয়াজ হোসেনের বসতঘর ও মঙ্গলবার মো. সজিব মিয়া, মো. আবুল কালাম, শহিদুল ইসলাম ও লালু মিয়ার মোট সাতটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও গনমান গ্রামের হাচেন চেয়ারম্যান বাড়ি এলাকার প্রায় এক একর পরিমাণ সুপারি বাগান ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।

ভুক্তভোগীরা জানান, নদী ভাঙনে আমাদের পরিবারগুলো নিঃশ্ব হলেও লাভবান হবে জনপ্রতিনিধিরা। আমাদের এ দূরাবস্থা দেখিয়ে তারা বিভিন্ন সুবিধা গ্রহণ করে থাকেন। মঙ্গলবার রাত থেকে এই নদী ভাঙন শুরু হলেও অদ্য পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এখানে আসেননি, কোনও খোঁজও নেয়নি।

স্থানীয় ওয়ার্ড মেম্বর খাজা ফরিদ জানান, ভাঙনের ঘটনা আমি জানি। তাদের সাথে কথা হয়নি, তবে আমি যাবো।

ভুক্তভোগী সহিদুল ইসলাম নামে একজন জানান, এবার ভাঙনে আমাদের সব বিলীন হয়ে গেছে নদীতে। আমাদের থাকার কোনো অবস্থা নাই। ছেলেমেয়ে নিয়ে আমরা সন্ধ্যা নদীর তীরে বসে আছি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও