ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ী ভাংচুর ॥ আহত-২
এপ্রিল ২৬ ২০২৩, ১৮:২৮
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়। বুধবার সকালে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে জানা যায়, শশুরবাড়ীর জমি নিয়ে বিরোধ করে আলতাফ হোসেনের ছেলে জলিল শেখ,তার স্ত্রী ও ছেলে গ্রাম পুলিশ মাইনুল ইসলাম সকালে শ্যালক মিজান হাওলাদার এর বাড়ীতে হামলা করে।
হামলায় ঘরে থাকা টিভি, আসবাবপত্র ও ফলকার গাছের ফল ও বসত বাড়ী ভাংচুর করে। এ সময় হামলাকারীর হাতে মিজান ও তার স্ত্রী রানী বেগম গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































