পাথরঘাটায় ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

এপ্রিল ১৩ ২০২৩, ১৯:০৯

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ শাহিন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১২ এপ্রিল) সন্ধা ৭ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়। কোস্টগার্ড পাথরঘাটা  কন্টিনজেন্ট কমান্ডার এম. হুমায়ুন কবির জানান,  পাথরঘাটা উপজেলাধীন  চরদোয়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে মাদক বহন কালে ১ কেজি গাঁজা, ১০০ পিচ ইয়াবা ও ১ টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী  শাহীন হোসেন (২৫) কে আটক করা হয়।  আটককৃত মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কালীবাজার এলাকার তল্লা গ্রামের মো. মানিক হোসেনের ছেলে।

তিনি আরও জানান,  আটককৃত আসামী ও জব্দকৃত গাঁজা, ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও