পিরোজপুরে স্বাস্থ্যসেবা ও প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ক সভা
এপ্রিল ১৩ ২০২৩, ১৫:৩৭
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।
কদমতলা ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন গবেষক ও রিকের নির্বাহী সদস্য তোফাজ্জেল হোসেন মঞ্জু।
এ সময় রিকের আঞ্চলিক সমন্বয়কারী মো: ফারুক রহমানের সঞ্চালনায় স্থানীয় প্রবীণরা উপস্থিত ছিলেন। কোন প্রকার ভোগান্তি ছাড়া ও আলাদাভাবে চিকিৎসা পেতে প্রধান অতিথির কাছে দাবী জানান প্রবীনরা। এ বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়েছেন সভার প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি। পিরোজপুর।









































