সন্ধ্যা নদীর ভাঙন, ফেরি চলাচল বন্ধ

ডিসেম্বর ২৭ ২০২২, ১৯:৩২

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি‍॥  স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনের মুখে ইন্দুরহাট ঘাটের তিনটি দোকানসহ পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে গেছে। গতকাল সোমবার ভোরে নদীর পশ্চিম পাড়ের ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙন অব্যাহত আছে বলে জানা গেছে।

ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় স্বরূপকাঠি-ইন্দুরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে যানবাহন চলাচলসহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভাঙন সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে ছোট-বড় অনেক ফাটল। অব্যাহত ভাঙনের ফলে নদীর পশ্চিম পাড়ের দক্ষিণ কৌরিখাড়া, পূর্ব সোহাগদল, গনমান গ্রামের বসতঘর, বাগানবাড়ি, ফসলি জমিসহ বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ।

ফেরিচালক আরিফুল ইসলাম মৃধা জানান, ক্রেন এনে গ্যাংওয়ে তুলে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মো. মেহেদী হাসান জানান, সন্ধ্যা নদীর ভাঙনের তথ্য পেয়েছেন। ভাঙন এলাকা পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মাহাবুব উল্লাহ মজুমদার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়েছে। দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করতে সম্ভাব্য সব চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও