কুয়াশায় ঝুঁকি নিয়ে ঢাকা-বরিশাল নৌরুটে চলছে নৌযান
ডিসেম্বর ১৯ ২০২২, ১৮:১৪
নিজস্ব প্রতিবেদক ॥ ঘন কুয়াশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথ। দুর্ঘটনার আশঙ্কায় ঢাকা-বরিশাল নৌরুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। দুই দিন ধরে এ রুটে মধ্যরাতে লঞ্চ চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। এর পরও কুয়াশা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে লঞ্চ, মালবাহী জাহাজ।
এমভি পারাবাত-১২-এর মাস্টার শামিম আহমেদ বলেন, ‘দুই দিন ধরে রাতে ঘন কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কায় লঞ্চ মাঝনদীতে নোঙর করে রাখতে হয়। আবার ধীরগতিতে লঞ্চ চলাচল করতে হচ্ছে। এ অবস্থায় যাত্রীদের নিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে চাঁদপুর, মোহনপুর ও গজারিয়ায় পৌঁছালে লঞ্চ নিয়ে কুয়াশায় সামনে যাওয়া দুরূহ হয়ে পড়ছে।’
এমভি সুন্দরবন-১৬-এর মাস্টার মজিবর রহমান বলেন, ‘ঘন কুয়াশার জন্য স্বাভাবিক লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় ব্যয় হচ্ছে। কয়েক দিন ধরে কুয়াশা পড়ায় পোস্তগোলায় মেট্রোরেল ব্রিজসংলগ্ন এলাকা অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। এজন্য পরশু চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। একই অবস্থা ছিল সোমবার মধ্যরাতেও।’
তিনি আরও বলেন, ঘন কুয়াশায় জাহাজ চালানো উচিত নয়। তার পরও রাডার না থাকা সত্ত্বেও অনেকে চালিয়ে আসছেন।
বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘কুয়াশা থাকতে পারে। তবে সোমবার চারটি লঞ্চই নিরাপদে ঘাটে এসে পৌঁছেছে। ঘন কুয়াশায় লঞ্চ চলাচলে সতর্ক হতে চালকদের বলা হয়েছে।’
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক প্রণব কুমার জানিয়েছেন, বছরের এই সময়ে কুয়াশার কারণে লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটে। লঞ্চগুলোয় কুয়াশা ভেদ করার মতো কোনো আধুনিক যন্ত্র নেই। তবে ডান-বাম ও নদীর গভীরতা দেখার মেশিন রয়েছে। এ ছাড়া সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে কুয়াশা থাকলে মাঝনদীতেই লঞ্চ বন্ধ রাখার।









































