ঝালকাঠি জেলা বিএনপির প্রস্তুতি সভা
অক্টোবর ৩১ ২০২২, ১২:০৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে বিএনপি বিভিন্ন ইউনিটে সভা করছে।
সমাবেশে ঝালকাঠি থেকে কত নেতাকর্মী অংশ নিবে, কিভাবে যাবে সে হিসেব করছেন তারা। ইতোমধ্যেই জেলা, বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের শাখা কমিটি সভা করেছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চায় দলটি। আগামী ৫ নভেম্বর গণসমাবেশে জেলা থেকে অনেক নেতা-কর্মী অংশ নিবে বলেন জানিয়েছেন দলের একাধিক নেতা।
রবিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে সম্মেলনের প্রচার পত্র বিলি করেছে বিএনপি নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতিরন করা হয়েছে।
জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনএর নেতা কর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গণসমাবেশ এর প্রচারপত্র বিলি কালা সাধারন মানুষ ব্যাপক সারা দিয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছে।
এসময় ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কিবরিয়া তালুকদার, জেলা বিএনপির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খানসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গণসমাবেশে ঝালকাঠি জেলা বিএনপি’র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করবে।
আ/মাহাদী