জিয়া’র প্রত্যক্ষ নির্দেশে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

অক্টোবর ৩০ ২০২২, ২২:২৬

আজ সুকান্ত বাবু বেঁচে থাকলে তিনিও দেশের সেবা করতো, তিনিও দেশের বড় কোন কাজে লাগতো। জিয়াউর রহমানের গায়ে বঙ্গবন্ধুর রক্ত, খালেদা জিয়ার গায়ে শেখ হাসিনার রক্ত, আর তারেক রহমানের গায়ে আইভি রহমানের রক্ত লাগিয়ে রঞ্জিত করেছে। শনিবার রাতে দেশের প্রাচীনতম নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব মিন্টু বসু স্মরণে গুণীজন সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমান, আপনি আর এদেশে কোনদিনই প্রবেশ করতে পারবেন না। আপনার পিতা ছিলেন জাতীর পিতা ও তার পরিবারের হত্যাকারী। জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহেনা দেশের বাইরে থাকার কারণে বেঁচে গেছেন। আপনি আবার জননেত্রী শেখ হাসিনার হত্যার পরিকল্পনাকারী। আপনাকে এদেশের জনগণ পিটিয়ে পিঠের চামড়া তুলে নেবে।

বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সন্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গির ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ।

খেয়ালী সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অফ‚র্ব কুমার রায়। সন্মাননা প্রাপ্ত গুণী (মরণোত্তর) মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন সাহান আরা বেগম এর পক্ষে সন্মাননা স্মারক গ্রহন করেন তার ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠান শুরুতে খেয়ালীর শিল্পীরা সংঙ্গীত পরিবেশন ও শেষে নাটক মঞ্চায়ন করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও