বরিশালে বিদ্যুস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

অক্টোবর ৩০ ২০২২, ২০:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিদ্যুতস্পৃষ্টে বরিশালের সুগন্ধা নদীর ভাঙন থেকে তীর রক্ষার কাজের ব্লক তৈরিকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মৃত শ্রমিকের নাম মো. সেলিম গাজী। তিনি সাতক্ষীরা দেবহাটা উপজেলার কোমলপুর গ্রামের বাবর গাজীর ছেলে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুল হাসান জানান, সুগন্ধা নদীর ভাঙন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসহ বাবুগঞ্জের রাকুদিয়া গ্রাম রক্ষায় তীরে ব্লক ফেলার কাজ চলছে। ব্লক তৈরির পর মোটরের মাধ্যমে পানি দিয়ে ভেজানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হন সেলিম। পরে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা হবে।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও