দুই যুবলীগ নেতা হত্যা: চার্জশিট থেকে প্রধান আসামিসহ ৩২ জনের নাম উধাও
অক্টোবর ৩০ ২০২২, ২০:৩৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাউফলে আলোচিত দুই যুবলীগ নেতা হত্যা মামলায় প্রধান আসামীসহ ৩২ আসামির নাম বাদ দিয়ে চার্জশিট খিল করা হয়েছে। মামলার বাদীর সাথে কথা না বলে এবং তাকে না জানিয়ে গোপনে এ চার্জশিট দাখিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩০ অক্টোবর) মামলার বাদী মফিজ উদ্দিন মিন্টু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হত্যা মামলার প্রধান আসামি মহিউদ্দিন লাবলু ও অন্যতম আসামি মো. ফারুক তালুকদারসহ ৩২ জন আসামির নাম বাদ দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পটুয়াখালী আদালতে চার্জশিট প্রদান করেছেন। আলোচিত এই মামলার সঠিক তদন্ত করা হয়নি।
এছাড়াও বাদীর সঙ্গে কথা না বলে এবং তাকে না জানিয়ে গোপনে চার্জশিট দাখিল করা হয়েছে। পিবিআইর তদন্তকারী কর্মকর্তাকে ও পুলিশ পরিদর্শক মো. লোকমান হোসেনকে অনৈতিক সুবিধা দিয়ে মামলা থেকে প্রধান আসামি মহিউদ্দিন লাবলু ও অন্যতম আসামি মো. ফারুক তালুকদারসহ ৩২ জন আসামির নাম বাদ দেয়া হয়েছে। ওই হত্যা মামলায় ৬৯ জনকে আসামি করা হয়েছিল।
এদিকে, এই চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার গোপনে এ চার্জশিট দাখিলের বিষয়টি জানাজানি হলে এলাকায় জুড়ে তোলপাড় শুরু হয়েছে। নিহতদের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহতের ভাই কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, ‘প্রধান আসামি মহিউদ্দিন লাভলু ও ফারুক তালুকদারকে বাদ দেওয়া হয়েছে।
তারা আমার দুই ভাই হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী। ঘটনার সময় ফারুক তালুকদার সশরীরে উপস্থিত ছিলেন। অথচ তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। আমি এ চার্জশিট মানি না। আমরা এ চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি দিবো।’
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন সাংবাদিকদের বলেন,‘কারো কর্তৃক প্রভাবিত কিংবা প্ররোচিত হয়ে বা অনৈতিক সুবিধা নিয়ে কোন আসামীর নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়নি। তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে কেবল তাদের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দেয়া হয়েছে।’
আ/ মাহাদী