ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি জাকির হোসেন
অক্টোবর ৩০ ২০২২, ১৮:৫০

সংবাদদাতা,দৌলতখান,ভোলা ভোলার দৌলতখান থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে।
আজ রবিবার ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিলে সাফল্য অর্জন করা সহ বেশ কয়েকটি অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন। পরে ওসি জাকির হোসেনকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার।
এ ব্যাপারে ওসি জাকির হোসেন বলেন, অফিসার ইনচার্জ হিসেবে দৌলতখান থানায় যোগদান করে প্রথম মাসেই এ পুনষ্কার পেয়েছি। যার কৃতিত্ব থানার সকল অফিসার ও ফোর্সের। সবসময় যেনো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এ জন্য সবার দোয়া চেয়েছেন ওসি জাকির হোসেন।