বরিশাল ৪ আসনে

গণসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী

নভেম্বর ১১ ২০২৫, ২১:২৩

বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ব্যস্ত সময় পারকরছেন অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। ১১ নভেম্বর মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন। আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এছাড়া আলিমাবাদ ফাজিল মাদ্রাসা, আলিমাবাদ সরকারি কলেজ, আমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ফয়জুল উলুম কওমিয়া মাদরাসা,আহমদিয়া আমেনা খাতুন হাফিজিয়া ও নূরাণী মাদরাসা সহ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবদের সাথে মত বিনিময় করেন। গণসংযোগকালে তিনি বলেন, জণগনের অধিকার ফিরিয়ে আনতে হলে, দেশে ন্যায় বিচার নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাই। তবে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করব।

বিশেষ করে হিজলা-মেহেন্দিগঞ্জ, কাজিরহাটের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা একটি সৎ আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব দিতে চাই। গণসংযোগকালে তার সাথে ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর শহিদুল ইসলাম। বরিশাল জেলা ইউনিট সদস্য, মোঃ জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাওঃ নূরে রাব্বি নাঈম, আলীমাবাদ জামায়াতে ইসলামীর আমীর মাস্টার শাহাদাত হোসেন, ইউনিয়ন সেক্রেটারী শহিদুল ইসলাম আল-আমিন, সাংগঠনিক সমম্পাদক মাওলানা ইব্রাহিম হোসেন প্রমূখ সহ জামায়াতের নেতাকর্মীগ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও