বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নভেম্বর ১১ ২০২৫, ০২:৫৩

নিজস্ব প্রতিবেদক ॥ ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যে সোমবার বরিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সাদাছড়ি শুধু একটি সাধারণ লাঠি নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীনতা, আত্মনির্ভরতা ও মর্যাদার প্রতীক। এই ছড়ির মাধ্যমে তারা পৃথিবীর সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করেন, নিরাপদে চলাফেরা করেন এবং সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করেন।

তিনি বলেন, আমাদের সমাজে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতির চেয়ে করুণা বেশি দেখানো হয়। করুণা নয়, সমাজের সকল ক্ষেত্রে তারা সমান সুযোগ ও সম্মান প্রাপ্য। শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের অংশগ্রহণের অধিকার রয়েছে।

সভায় বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, অমৃত লাল দে কোম্পানি লিমিটেডের প্রতিনিধি সুব্রত সাহা হিরো, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আইউব আলী হাওলাদার ও বরিশাল জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। এসময় বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও