আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই : আবদুল জব্বার
নভেম্বর ০৮ ২০২৫, ২০:৩৫
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। বিগত স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহনকারী সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে। কেউ যদি জনগনের ভোটাধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাড়াতে হবে।
তিনি আরো বলেন জামায়াত নেতা-কর্মীদের নিকট সাধারণ জনগনের প্রত্যাশা বেড়েছে, এই প্রত্যাশা পূরণে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে বৃহৎ পরিসরে অংশগ্রহণ করতে হবে। মানুষকে ভালোবাসা ও কাছে টেনে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, জামায়াত কর্মীদেরকেই দেশ গড়ার গুরু দায়িত্ব নিতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করার প্রতি মনোযোগী হতে হবে। চারিত্রিক সততা উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য লাভের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে উপজেলা জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, জামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মনিরুজ্জামান আবদুল্লাহ, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের প্রমুখ।
এছাড়াও জামায়াতের মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।









































