সরোয়ারের সঙ্গে এক মঞ্চে নেতাকর্মীরা, বিরোধকে ধরে রাখলেন নাসরিন

নভেম্বর ০৮ ২০২৫, ০২:০৮

এর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের দলীয় বিরোধকে এক মুহুর্তের মধ্যে মুছে ফেলতে। এরাই পারে হাত হাত মিলিয়ে দলকে এগিয়ে নিতে। দলের বিভিন্ন দিবসে আলাদা আলাদা নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিলে নেতৃত্ব দেওয়াকে বাদ দিয়ে এক ব্যানারে ঐক্য হয়ে একটি মিছিল ও সমাবেশ করতে।

যেমন বরিশাল মহানগর বিএনপিতে দীর্ঘদিন আসছিলো বিরোধ ছিল । স্থানীয় রাজনৈতিক বিরোধে খণ্ডবিখণ্ড হয়ে পড়ে বিএনপি। বিরোধ এতটাই ছিল যে, একে অপরের মুখ দেখাদেখিও ছিল না। বিশেষ জেলা মহানগর বিএনপি একঘেয়ামী রাজনৈতিক পুনর্বাসনে পাঠায় এ অঞ্চলের শীর্ষ নেতা মজিবর রহমান সরোয়ারকে।

তবে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মজিবর রহমান সরোয়াকে মনোনয়ন দেওয়ার পর থেকেই হঠাৎ বদলে গেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপির সেই চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খণ্ডবিখণ্ড বরিশাল বিএনপি’র নেতাকর্মীরা এখন এক মঞ্চে।

শুধু তাই নয়, গ্রুপিং রাজনীতিতে কোণঠাসা সেই সরোয়ারের নেতৃত্বেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বরিশাল মহানগর ও জেলা বিএনপি। দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় পরে স্থানীয়ভাবে আয়োজিত দলীয় কর্মসূচিতে প্রধান অতিথির আসনে বসেন মজিবর রহমান সরোয়ার।

দীর্ঘ বছর পর বরিশাল বিএনপির ঐক্য তৃণমূলের নেতাকর্মীদের মনে প্রাণসঞ্চার করেছে। আর তাই সব অংশের নেতাকর্মীদের অংশগ্রহণে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা রূপ নেয় জনসভায়। এই ঐক্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা বিএনপি।

এ কর্মসূচিতে প্রধান অতিথি করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মো. রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সব নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন। যে কোনো মূল্যে বরিশাল বিএনপির ঘাঁটি সেটা আবারও প্রমাণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মহানগর, জেলা এবং সদর উপজেলা বিএনপির নেতারা।

বক্তারা আরও বলেন, বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষেই কাজ করবেন তারা। দলের মধ্যে কারও কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু লোক ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।

এর আগে, গত ৬ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতারা। ওই সভায় আসন্ন নির্বাচনে মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

তবে মহানগর বিএনপির সব নেতাকর্মীরা এক হলেও এখনও বিরোধ ধরে রাখতে চাচ্ছে বরিশাল মহানগর বিএনপির চলমান কমিটির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন। নাসরিনের আলাদা কর্মসূচি পালন ধানের শীষে বিজয়ে বাধা হয়ে দাড়াতে পারে বলেও মনে করেন নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পাল্টাপাল্টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা ও মহানগর বিএনপি দিবসটি উদযাপন করছে, যেখানে বরিশাল সদর আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ারসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সময় টাউন হলের ভিতরে আলাদা ভাবে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন সভা করেছেন। এ নিয়ে বরিশাল বিএনপির নেতাকর্মীদের মাঝে ফের কিছুটা রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্বাচনে একটি প্রভাব দেখা দিতে পালে মনে করেন অনেকে।

গ্রুপিং রাজনীতিতে মজিবর রহমান সরোয়ার কোণঠাসা থাকলেও দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় পর স্থানীয়ভাবে আয়োজিত দলীয় কর্মসূচিতে প্রধান অতিথির আসনে বসেন তিনি।

অন্যদিকে একই সময় টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন। সেখানে বিএনপির কোন সিনিয়র নেতারা অংশ নেননি। শুধু নাসরিনের কর্মী-সমর্থকদের দেখা গেছে।

দীর্ঘ বছর পর বরিশাল বিএনপির ঐক্য তৃণমূলের নেতাকর্মীদের মনে প্রাণসঞ্চার করলেও নাসরিনের কর্মকাণ্ডে কিছুটা বিব্রত তারা।

বরিশাল মহানগর ও জেলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা রূপ নেয় জনসভায়। এই ঐক্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।

তবে নাসরিনের আলাদা কর্মসূচি পালন ধানের শীষে বিজয়ে বাধা হয়ে দাড়াতে পারে বলেও মনে করেন অনেক নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও