নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নভেম্বর ০৭ ২০২৫, ২০:৪৯
নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটেছে বিকেল সাড়ে ৩টায় উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে, যেখানে বাস, সিএনজি ও অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ার আকন (৩৮) নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন এবং তাদের উদ্ধার করে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার প্রতাপ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দুর্ঘটনায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন। বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উভয় দুর্ঘটনায় নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।”









































