বরিশাল-১ আসন জহির উদ্দিন স্বপনকে
দল থেকে পূর্নরায় স্বপনকে মনোনয়ন পাওয়ায় আনন্দে মেতে ওঠেন সমর্থকরা
নভেম্বর ০৫ ২০২৫, ১৬:১৫
গৌরনদী-আগৈলঝাড়া তথা বরিশাল-১ আসনের গনমানুষের জনপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম পরিচিত মুখ জহির উদ্দিন স্বপন ভাই ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
মনোনয়ন প্রাপ্তির পর বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মঈন গাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফুলেল শুভেচ্ছা জানায় জননন্দিত এই নেতাকে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জহির উদ্দিন স্বপন ভাইয়ের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে বলেন, “তিনি বরিশাল-১ আসনের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার দীর্ঘদিনের ত্যাগ, সততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে। আমরা বিশ্বাস করি, ধানের শীষের বিজয় এই আসনে নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”
মঈন গাজী জানান, “স্বপন ভাই বরাবরই তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও বেগবান হবো।” স্থানীয় নেতাকর্মীরা বলেন, আগৈলঝাড়া ও গৌরনদীর সাধারণ মানুষ স্বপন ভাইয়ের পাশে আছে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে প্রস্তুত।









































