প্রয়োজনে আবারও রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করব – সরোয়ার
নভেম্বর ০৩ ২০২৫, ২১:০২
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক হুইপ, মেয়র ও সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, “স্বৈরাচারী সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বাংলার সিরাজউদ্দৌলা, আর শেখ হাসিনা হলো মীরজাফর।
তিনি আরও বলেন, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করে প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমরা যে গণঅভ্যুত্থান করেছি, তা কারও ব্যক্তিস্বার্থে নয়। এখন নির্বাচন বিলম্বের যেসব পাঁয়তারা চলছে, সেগুলোর উদ্দেশ্য শুভ নয়। যারা গণআন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তাদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের ময়দানে আসতে হবে।”
সরোয়ার বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করব। তিনি জনগণকে ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বিপিএড কলেজ মাঠে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া। এছারা আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মাইদুল ইসলাম মামুন, ছাত্রদল নেতা মিজানুর রহমান শাকিল ও জাহিদুল ইসলাম রাজন।
এছাড়া বিএনপি নেতা সাইয়েদুল ইসলাম শাহীন, সৈয়দ আকবর, ইউপি সদস্য সুরুজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।









































