বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নভেম্বর ০২ ২০২৫, ১৯:১৭

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ঔষধের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা ও কোম্পানি থেকে দেওয়া ফ্রী স্যেম্পল ঔষধ বিক্রির দায়ে ৩টি ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

রোববার (২ নভেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারে লায়বা ফার্মেসি ও মনি মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখাসহ বিভিন্ন কোম্পানির দেওয়া ফ্রী সেম্পল ঔষধ বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে অনুমোদন হীন ইন্ডিয়ান প্রসাধনী (নাইট ক্রিম ডিউ লসহ অবৈধ প্রসাধনী) মজুদ রাখা ও বিক্রির দায়ে তাহিয়া কক্সমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ প্রসাধনী ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ।

অভিযান পরিচালনায় সহযোগীতা করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর এস এম ইলিয়াস উদ্দিন আহমেদ, উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও