পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নভেম্বর ০১ ২০২৫, ২০:২০

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম গাজী (৪২) নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
(১ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়টেংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম গাজী ওই গ্রামের এসাহাক গাজীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গাজী নিজ বাড়ির কাঠের ঘরটি নতুন করে নির্মাণের কাজ করছিলেন। কাঠমিস্ত্রির সঙ্গে তিনি নিজেও কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক কার্ড সাচার মেশিন দিয়ে কার্ড সাচার করার সময় হঠাৎ বিদ্যুতের তার মেশিনে পেঁচিয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম গাজী এক ছেলে ও এক মেয়ের জনক। বড় মেয়ের বয়স ১০ বছর এবং ছোট মেয়ের বয়স ৪ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রফিকুলের মৃত্যুতে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ এ দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও