নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

নভেম্বর ০১ ২০২৫, ১৯:২৮

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১ নভেম্বর) বরগুনা জেলায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেখেছি।

নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোঁয়ার্তুমি, গোঁরামি, এবং মধ্যযুগীয় ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসময় এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারী ভাবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে। জবাবদিহিতাবিহীন রাষ্ট্র ৫ আগস্টের আগে শেখ হাসিনার আমলে ছিল, এখন তা থাকতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও