উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ০১ ২০২৫, ১৯:০০

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

তিনি গঠন মূলক এবং উন্নয়ন মূলক কাজ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।

১ নভেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উজিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খানের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মাইনুল হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন। কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা সানী এখলাস, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা তাতী সমিতির সহ-সভাপতি মোঃ সাহিন মিয়া,দক্ষিণ কারফা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সহ-সভাপতি মনিকা রানী বৈদ্য। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন। উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও