ববিতে বইছে ছাত্রসংসদ নির্বাচনের হাওয়া

অক্টোবর ৩১ ২০২৫, ১৮:৫৫

ডেস্ক প্রতিবেদক ‍॥ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই গঠনতন্ত্র প্রকাশ করা হয়। গঠনতন্ত্র প্রকাশের পর ববিতে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া বইছে।

খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং প্রত্যেকটি হল সংসদে ১৫টি করে পদ রাখার প্রস্তাব করা হয়েছে। ববিতে হল রয়েছে চারটি। কেন্দ্রীয় সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, হল সংসদে ১৫টি পদ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে হল প্রভোস্ট পদাধিকার বলে সভাপতি হবেন।

খসড়ায় আরও বলা হয়েছে, প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে দ্বিতীয় বা তার অধিক স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন না। এছাড়া, সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাকসু নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন।

এদিকে ছাত্র সংসদ নির্বাচনের খবরে বর্তমানে ববিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রীসংস্থা, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ।

ববির ছাত্রদল নেতা মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে চলেছি। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়াসহ নিজেরা আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে পরিচিত মুখ দিয়েই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এই লক্ষ্যে আমরা মাঠ গোছানোর কাজ শুরু করে দিয়েছি।’

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশার সাথে সংগতি রেখে বিগত দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও যারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ—এমন একদল কমিটেড মানুষ নিয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।’

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, ‘আমরা প্যানেল নিয়ে নির্বাচনে যাব। আমাদের প্যানেলে সংগঠন বা সংগঠনের বাইরের যারা শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকেও যুক্ত করব। শুধু নিজেদের সংগঠনের নয়। এমনকি নারী শিক্ষার্থীরাও আমাদের প্যানেল থেকে নির্বাচন করতে পারবে।’

ছাত্রশিবিরের ববি শাখার ছাত্র আন্দোলন ও পরিকল্পনা সম্পাদক মোকাব্বেল শেখ বলেন, ‘আমাদের ইনক্লুসিভ প্যানেল হবে, যেখানে সবাই থাকবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও