লালমোহনে সড়ক নয় যেন মরণফাঁদ, দুর্ভোগ চরমে
অক্টোবর ৩০ ২০২৫, ১৫:০৭
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের সৈনিক বাজার সড়কের শেষ প্রান্তে মন্নান হাজি বাড়ির সামনে থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ যাতায়াত করে। বর্ষা মৌসুমে রাস্তার অধিকাংশ অংশ কাদায় ডুবে থাকে, ফলে পায়ে হেঁটে চলাচল করাই কষ্টসাধ্য হয়ে পড়ে। শুকনো মৌসুমেও খানাখন্দে ভরা এই পথ দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো উদ্যোগ দেখা যায়নি। চারপাশের বিল-ঝিল শুকিয়ে গেলেও মন্নান হাজি বাড়ির সামনের অংশটি কাদা-পানিতে ভরা থাকে বছরের অধিকাংশ সময়।
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও স্থানীয়দের কষ্ট লাঘবে দ্রুত এই রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”









































