জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই। জুলাই সনদ ও বিচারের রোডম্যাপ দিয়ে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার, স্থিতিশীলতা ও আস্থা প্রয়োজন। এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জুলাই সনদ ও গণহত্যার বিচারের রোডম্যাপ এ সরকারকে নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে এককভাবে কারও পক্ষে সরকার গঠন করে তা টিকিয়ে রাখা সম্ভব হবে না, যোগ করেন নাহিদ।
তিনি বলেন, কেউ যদি মনে করে সে এককভাবেই নেতৃত্ব দেবে অথবা সরকার গঠন করে ফেলবে- এটা আসলে সম্ভব হবে না। দেশে সবগুলো পক্ষের মধ্যে যদি ন্যূনতম ঐক্য না থাকে, এককভাবে সরকার গঠন করে সে সংসদ ও সরকার টিকিয়ে রাখা কারও পক্ষে সম্ভব হবে না।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর পর্যটন মোটেলে বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কার ও বিচার নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই দাবিগুলোকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাওয়া হলে সেটি টেকসই হবে না। একটা টেকসই ও স্থিতিশীল পরিবর্তনের জন্য ন্যূনতম সংস্কার নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু সে জায়গায় যদি বাধা তৈরি হয়, সরকারের পক্ষ থেকে গড়িমসি তৈরি হয়, তাহলে এ সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে, তাদেরও একই পরিণতি হবে।নির্বাচন কমিশনকে বলে এসেছি, এটার পুনর্গঠন প্রয়োজন, কারণ নির্বাচন কমিশন জনগণ ও রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে এ বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে, যোগ করেন নাহিদ।
আগামী নির্বাচনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করা প্রসঙ্গে তিনি আরও বলেন, এনসিপি এককভাবে সমস্ত সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিয়েছে। আমরা কারও মুখাপেক্ষী বা নির্ভরশীল হয়ে রাজনীতি করব না। কিন্তু নির্বাচনের কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে কোনো ধরনের সমঝোতার প্রয়োজন হলে আমরা উন্মুক্ত আছি। আমি জোট করব না বলিনি। আমাদের ভাবতে হবে, কারণ জনগণের অনেক প্রত্যাশা আছে আমাদের কাছে।
এসময় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ রংপুর বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।