স্বপ্ন পূরন হলো অসহায় নারী সালমা‘র
অক্টোবর ২৩ ২০২৫, ২২:০২
আরিফ হোসেন : অসহায় নারী সালমা আক্তারে কষ্ঠ ও তার জীবন কাহিনীর গল্প শুনে ও তার স্বপ্ন বাস্তবায়ন করলেন জমিসহ ঘরের ব্যবস্থা করে দিলেন বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) বিকালে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট মোড়ে নব নির্মিত ঘর (শান্তির নীড়) প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার, সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার জাহানারা পারভীন, মহিলা বিষায়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, সার্ভেয়ার শাহজাদা, রহমতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন ভুমি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এসময় মহিলা বিষায়ক মন্ত্রনালয়ের ১ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক সালমা আক্তারের হাতে তুলে ধরা হয়।
উল্লেখ্য রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অসহায় সালমা আক্তার ২০ বছর আগে ধর্ষনের শিকার হয়ে একটি সন্তান জন্ম দেয়। ওই সন্তানের পরিচয় এবং বিচারের দাবীতে সালমা আক্তার আদালতে মামলা করেন। মামলায় আদালত ওই সন্তান ও সালমা আক্তারের ভরনপোষণ বাবদ ১২ লাখ টাকা মহিলা বিষায়ক মন্ত্রনালয় কে বহন করতে বলে।
বিষয়টি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানতে পেরে উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষায়ক অধিদপ্তর ও কয়েকটি এনজিওর সহযোগীতায় রহমতপুর এয়ারপোর্ট মোড় সংলগ্ন একটি জমি ক্রয় করে টিনসেট পাকা ঘর” শান্তির নীড়” নির্মান করে দেয়।









































