আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেনা- সিইসি

অক্টোবর ১৮ ২০২৫, ১৯:০৮

বরিশাল ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমধার্পে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেনা। তবে সমর্থকরা ভোট দিতে কোন বাধা নেই। তারা ভোট না দিলে এর কোন প্রভাব পরবে না বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, এর আগে একাধিকবার বলেছি, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোন সুযোগ নেই। বিগত সময়ের মত কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি আরো বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন এর জন্য করে যাচ্ছে নির্বাচন কমিশন। ফেয়ার এবং নিরাপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সকল চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করা হবে। বড় কোন আশংক্ষার ধারনা করিনা।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ,এম,এম, নাসির উদ্দিন।মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, সুন্দর নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সাংবাদিদের ও এক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। তাই নির্বাচনে সাংবাদিকদের নিয়ন্ত্রনের কোন লক্ষ নেই এখন পর্যন্ত। সকল গুজব প্রতিরোধে ফেইক সংবাদ থেকে বিরত থাকতে হবে। এবারের নির্বাচনে বাংলাদেশি প্রবাসী নাগরীকরাও যাতে ভোট দিতে পারে সে লক্ষে কাজ করছে নির্বাচন কমিশন।

এনসিপি যে প্রতীক চাচ্ছে তা নির্বাচন কমিশনের তালিকার বাইরে এই প্রতীক নিতে হলে তো তালিকায় থাকতে হবে। নির্বাচনকে কোন ভাবে প্রশ্নবৃদ্ধ করা যাবে না তাই সকল প্রকারের অপৃত্তিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন অফিসে বিশেষ সেল গঠন করা হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোশের্দ, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, জিওসি, জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬ জেলার পুলিশ সুপার, র‌্যাব- ৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকতা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তা সহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশাল অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা।

বরিশাল
১৮-১০-২৫

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও