কুয়াকাটায় হোটেল রুমে পর্যটকদের ভিডিও ধারণ, অভিযুক্তের ১৪ দিনের কারাদণ্ড
অক্টোবর ১৬ ২০২৫, ১৮:৫২
পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম নামের এক ব্যক্তিকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধার ছেলে। তিনি কুয়াকাটায় “হোটেল কেয়ার” নামের একটি টিনশেডের ৪ কক্ষবিশিষ্ট হোটেল ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে হালিম একটি আবাসিক হোটেলে গিয়ে কৌশলে দু’টি কাপল রুমে প্রবেশ করেন। পরে তিনি রুমের ভেতর থাকা নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি প্রকাশ না করার শর্তে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগকারী হোটেল মালিক মো. শাকিল বলেন, “রাতে দু’টি রুম ভাড়া দিয়ে আমি বিশ্রাম নিতে যাই। গভীররাতে হালিম আমাদের স্টাফদের অগোচরে ওই রুমে ঢুকে পর্যটকদের ভিডিও ধারণ করে। পরে বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে জানাই।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। হালিমের মোবাইল ফোন থেকে ভিডিওটি উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”









































