ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
অক্টোবর ১৫ ২০২৫, ১৬:৫৭
ভোলা প্রতিনিধি : দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা হুমকি দিয়েছেন চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের সাংবাদিক সাইফুল ইসলাম এর বসতবাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে আগুনে পুড়িয়ে মারার প্রকাশ্য হুমকি দেন।
ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল ওই ওয়ার্ডের শফিকুল ইসলাম তৈয়ব মিয়ার ছেলে এবং অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই সাংবাদিক মো. সাইফুল ইসলাম চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তিনি চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, শ্রমিকলীগ নেতা সবুজের স্ত্রী একটি সরকারি প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষিকা পদে কর্মরত আছেন। গেল ২০ জানুয়ারি তার স্ত্রী শ্রেণী কক্ষে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে তার শিশু কন্যাকে টেবিলে বসিয়ে বাকবাকুম পায়রা কবিতা পাড়িয়ে ভিডিও চিত্র ধারণ করেন। ওই ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করে ক্যাপশন লিখেন ‘ম্যাডাম যখন দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে বাকবাকুম পায়রা কবিতা শেখায়’। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় একাধিক জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে ওই সংবাদের জের ধরে সাংবাদিক সাইফুল ইসলাম মুকুলকে দায়ী করে তার সঙ্গে বিরোধ সৃষ্টি করেন শ্রমিকলীগ নেতা।
ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল বলেন, ‘আমি তার প্রতিবেশী হওয়ায় তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে আমার ইন্দন রয়েছে, এমন অভিযোগ তুলে সে আমার সাথে বিরোধ শুরু করেন। এনিয়ে শ্রমিকলীগ নেতা সবুজ আমার ওপরে ক্ষিপ্ত হন এবং আমাকে দেখে নিবেন বলেও হুমকি দেন। একাধিকবার মামলা হামলার হুমকি দেওয়ার পর ফের মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের সামনে তার স্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে তর্ক হয়। ওই তর্কের জেরে এলাকার মানুষের সামনে প্রকাশ্যে আমাকে ও আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দাদের তোপে মুখে তিনি ওই স্থান থেকে পালিয়ে যান।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ওই শ্রমিকলীগ নেতা আমাকে ইতিপূর্বেও একাধিকবার হত্যার হুমকি দিয়েছেন। কিন্তু ফের আমাকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়ায় আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি আইনি সহায়তা চেয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘সে আমার বোনের ছেলে, তার সঙ্গে আমার কোন বিরোধ নেই। আগুনে পুড়িয়ে মারার হুমকির বিষয়টি অস্বীকার করেন তিনি।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, সাংবাদিক সাইফুল ইসলামকে আগুনে পুড়িয়ে মারার হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









































