নলছিটিতে আল মদিনা জামে মসজিদের কমিটি বিলুপ্ত ঘোষণা
অক্টোবর ১১ ২০২৫, ২১:৩৩
নিজস্ব প্রতিবেদক: নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের আল মদিনা জামে মসজিদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার ১০ অক্টোবর মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আলম সিকদারসহ স্থানীয় মুসুল্লিদের সিদ্ধান্তে এ কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। সূত্রে জানাগেছে, স্থানীয় বাসিন্দা ও পত্রিকা ব্যবসায়ী আলম সিকদারের দেয়া ৬ শতাংশ জমির ওপরে ২০০৭ সালে আল মদিনা জামে মসজিদ নির্মান করা হয়।
বরিশাল সংবাদপত্র ব্যবসায়ী আলম সিকদার মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। তারই তত্ত্বাবধায়নে ২০ অক্টোবর ২০২০ইং তারিখে আল মদিনা জামে মসজিদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
উক্ত কমিটিতে সভাপতি করা হয় আবুল মহসিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মনোনীত করা হয় সোহরাব হোসেন মাঝিকে। কমিটির মেয়াদ দীর্ঘ বছর অতিবাহিত হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আল মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আলম সিকদার বলেন, ২০২০ সালে আল মদিনা জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ৫ বছর অতিবাহিত হওয়ায় মসজিদের মুসুল্লিদের সাথে বৈঠক করে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে শীঘ্রই নতুন পরিচালনা কমিটি গঠন করা হবে।









































