নলছিটিতে আল মদিনা জামে মসজিদের কমিটি বিলুপ্ত ঘোষণা

অক্টোবর ১১ ২০২৫, ২১:৩৩

নিজস্ব প্রতিবেদক: নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের আল মদিনা জামে মসজিদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার ১০ অক্টোবর মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আলম সিকদারসহ স্থানীয় মুসুল্লিদের সিদ্ধান্তে এ কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। সূত্রে জানাগেছে, স্থানীয় বাসিন্দা ও পত্রিকা ব্যবসায়ী আলম সিকদারের দেয়া ৬ শতাংশ জমির ওপরে ২০০৭ সালে আল মদিনা জামে মসজিদ নির্মান করা হয়।

বরিশাল সংবাদপত্র ব্যবসায়ী আলম সিকদার মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। তারই তত্ত্বাবধায়নে ২০ অক্টোবর ২০২০ইং তারিখে আল মদিনা জামে মসজিদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।

উক্ত কমিটিতে সভাপতি করা হয় আবুল মহসিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মনোনীত করা হয় সোহরাব হোসেন মাঝিকে। কমিটির মেয়াদ দীর্ঘ বছর অতিবাহিত হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আল মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আলম সিকদার বলেন, ২০২০ সালে আল মদিনা জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ৫ বছর অতিবাহিত হওয়ায় মসজিদের মুসুল্লিদের সাথে বৈঠক করে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে শীঘ্রই নতুন পরিচালনা কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও