১০ বছর পর একসঙ্গে বাপ্পী-মাহি

অক্টোবর ০৯ ২০২৫, ১২:৫৪

বিনোদন ডেস্ক: ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মুক্তি পাওয়া ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম ছবিতেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেন এই জুটি। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়নাসহ একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে জুটি হিসেবে জনপ্রিয়তা পান তাঁরা।

তবে ক্যারিয়ারের মাঝে হঠাৎ করেই একসঙ্গে কাজ বন্ধ করে দেন বাপ্পী-মাহি। পর্দা তো বটেই, একে-অপরের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।

দীর্ঘদিনের সে দূরত্ব ঘুচেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে। সেখানে চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর দেখা হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এই পুনর্মিলন ঘটে মারুফের নিউ ইয়র্কের বাসায়, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে থাকা শোবিজ সংশ্লিষ্ট আরও অনেক বাংলাদেশি।

প্রায় চার মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে বাপ্পী সেখানে গেছেন গেল মাসে।

বাপ্পী বলেন, আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে দেখে সত্যিই ইমোশনাল হয়ে পড়েছিলাম।

মাহিও বলেন, অনেক দিন পর আমাদের দেখা হলো। পুরো ১০ বছর পর! শুটিংয়ের সময় আমরা এত মজা করতাম! ক্যামেরার সামনে দাঁড়ানো ছাড়া বাকিটা সময় খুনসুটি চলত। এত বছর পর বাপ্পীকে দেখে পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম।

ফেসবুক লাইভে থাকা অবস্থায় এক ভক্ত জানতে চান, আবার কবে দেখা যাবে এই জুটিকে রুপালি পর্দায়। উত্তরে বাপ্পী জানান, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।

লাইভের এক পর্যায়ে বাপ্পী গেয়ে শোনান ‘ভালোবাসার রঙ’ সিনেমার জনপ্রিয় গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’, সাথে গলা মেলান মাহিও। মুহূর্তটি ছিল যেন ফিরে যাওয়া ২০১২-তে, তাঁদের ক্যারিয়ারের সেই শুরুর দিনগুলোতে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও