বরিশাল-৫
‘বিএনপির ঘাঁটিতে’ চোখ রাঙাচ্ছেন শায়েখে চরমোনাই
সেপ্টেম্বর ২৭ ২০২৫, ২১:১৯
বরিশালের ২১ নির্বাচনি এলাকার মধ্যে ৭টিতে ভালো অবস্থানে নেই বিএনপি। এর মধ্যে বরিশাল-৫ আসনে দলটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন। এই আসনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম।
বিএনপি এখনো এই আসনে প্রার্থী চূড়ান্ত করেনি। তবে কেন্দ্রের ডাকে ঢাকায় গিয়ে মনোনয়নের জন্য সাক্ষাৎ দিয়ে এসেছেন ৩ জন। তারা হলেন-পাঁচবারের এমপি, সাবেক মেয়র, হুইপ ও জেলা মন্ত্রী মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমতউল্লাহ এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
এই আসনে নিরপেক্ষ নির্বাচনে প্রায় সবসময় আওয়ামী লীগকে ৩০-৪০ হাজার ভোটে হারিয়ে জয়ী হতো ধানের শীষ। এক্ষেত্রে জামায়াতসহ আওয়ামী-বিরোধী ভোটও পড়ত ধানের শীষে। তবে এবারের হিসাব সম্পূর্ণ ভিন্ন।
হাসিনার আমলে ভোট ডাকাতির সিটি নির্বাচনে তীব্র প্রতিরোধের পরও ৩৫ হাজার ভোট পেয়েছিলেন ফয়জুল করীম। বিএনপির ভোটাররা তখন যাননি কেন্দ্রে।
তাছাড়া জামায়াতেরও ভোট ব্যাংক রয়েছে এখানে। জামায়াত ও ইসলামী আন্দোলন জোট হলে ঘুরে যাবে ভোটের হিসাব। তাই যতটা সহজে জয় পাওয়া যাবে বলে ভাবছে বিএনপি ততটা সহজ হবে না।
তবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন জানান, দুটি আসনই (বরিশাল-২ ও ৫) বিএনপির ঘাঁটি। ধানের শীষের বিজয় প্রশ্নে কাউকে তারা হুমকি মনে করছেন না। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকেই বিজয়ী করবেন।









































