ওমানের দুর্দান্ত লড়াই, ভারত জিতল ২১ রানে

সেপ্টেম্বর ২০ ২০২৫, ০১:০৫

ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় দুই দলের মধ্যে বিশাল পার্থক্য থাকলেও, মাঠে নেমে শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে ওমান। আমির কালিম ও হাম্মাদ মির্জার চমৎকার ইনিংসে শেষ মুহূর্ত পর্যন্ত অবিশ্বাস্য কিছুর আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি তারা। টানা তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করল টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত জেতে ২১ রানে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৮ রান। জবাবে ওমানের সংগ্রহ ১৬৭। আটজন বোলার ব্যবহার করেও ভারত নিতে পারে মাত্র চারটি উইকেট।

একপর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ওমানের প্রয়োজন ছিল ১৬ বলে ৪০ রান। তবে কালিম ও হাম্মাদের বিদায়ের পর শেষ হয়ে যায় তাদের সব আশা। ওপেনার আমির কালিম ৭ চার ও ২ ছক্কায় ৪৬ বলে করেন ৬৪ রান। তিনে নামা হাম্মাদ মির্জা ৫ চার ও ২ ছক্কায় ৩৩ বলে করেন ৫১। দ্বিতীয় উইকেটে তাদের ৯৩ রানের জুটি আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওমানের সর্বোচ্চ।

ভারতের হয়ে ফিফটি করেন সাঞ্জু স্যামসন (৪৫ বলে ৫৬)। ঝড়ো ইনিংস খেলেন আভিশেক শর্মা, ১৫ বলে ৩৮ রান। এছাড়া তিলাক ভার্মা করেন ১৮ বলে ২৯ এবং আকসার প্যাটেল খেলেন ১৩ বলে ২৬ রানের কার্যকর ইনিংস। দলের ৮ উইকেট পড়লেও ব্যাট হাতে নামেননি অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

ম্যাচটি ছিল নিয়ম রক্ষার, কারণ সুপার ফোরের ফয়সালা আগেই হয়ে গিয়েছিল। তাই বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ ও টি-টোয়েন্টির এক নম্বর বোলার ভারুন চক্রবর্তিকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয় আর্শদিপ সিং ও হার্শিত রানাকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে শুবমান গিলকে হারায় ভারত। এরপর আভিশেক শর্মার ঝড়ে পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ হয় ১ উইকেটে ৬০ রান। অষ্টম ওভারে তার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে ভারত। হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে ব্যর্থ হন। তবে স্যামসনের ফিফটি এবং শেষ দিকে তিলাক ও হার্শিতের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৮।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও