পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সেপ্টেম্বর ১৪ ২০২৫, ১৬:০৪

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) নিজ হোটেলে রেফ্রিজারেটরের মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত বারেক শেখ বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের পুত্র।

নিহতের পুত্র মো. শাওন শেখ জানান, ‘আমার বাবা নিজ হোটেলে রেফ্রিজারেটরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।’

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, ‘বালিপাড়া বাজারে নিজ দোকানে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও