রাঙ্গাবালী নদীতে ভেসে এলো মরদেহ, জানা যায়নি পরিচয়
সেপ্টেম্বর ০৬ ২০২৫, ২৩:৩৮
আমার বরিশাল ডেস্ক ॥ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ ধরার সময় ডুবে যাওয়া একটি ট্রলারসহ এক জেলের লাশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে লাশ ভেসে থাকতে দেখা যায়।
ভেসে আসা জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছেন তার জামাতা সাগর ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার প্রায় ৭৫ কিলোমিটার গভীরে মাছ ধরতে গিয়ে এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার ডুবে যায়। এতে ১৫ জন জেলে ছিল। ট্রলার ডুবির ৪ দিন পর সমুদ্রে ভেসে থাকা অবস্থায় ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
এরপর গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন জেলে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, “ট্রলারসহ লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”









































