বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ আইচা থানা বিএনপির উদ্যোগে বাজারের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসভায় মিলিত হয়।
সভায় দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি আবুল বশার হেলালির সভাপতিত্বে থানা বিএনপির সাবেক সাংগঠনিক আবু তাহের মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছার আহম্মেদ কমল, সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, যুগ্ম বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্ট, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার, যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, দক্ষিণ আইচা থানা বিএনপির অন্যতম নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হলেও তারা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরা পড়েনি বলে অভিযোগ তাদের।
বক্তারা আরও বলেন, বিএনপির জনপ্রিয় দুই নেতার ওপর হামলাটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।