বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

আগস্ট ২৬ ২০২৫, ১৯:২৩

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালনার অভিযোগে আমতলী ডায়বেটিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পরে অভিযানের খবর পেয়ে তালুকদার ডেন্টালের লোকজন তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ছাড়া হিউম্যান কেয়ার ক্লিনিকও পরিদর্শন করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান।

তিনি জানান, স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সঠিক ও নিরাপদ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিযানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন, আমতলী থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমতলী ডায়াবেটিস ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ লাইসেন্স সংগ্রহের জন্য তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানের পরিচালক মো. মিজানুর রহমান এ জরিমানা পরিশোধ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মানতে ব্যর্থ হলে পরে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও